ইন্দো-নেপাল সীমান্ত পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই

খড়িবাড়ি, ৯ জানুয়ারি: ইন্দো-নেপাল সীমান্ত পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বৃহস্পতিবার খড়িবাড়ির পানিট্যাঙ্কির ভারত-নেপাল সীমান্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। পরে এস‌এসবি জ‌ওয়ানদের সঙ্গে বৈঠক করে খোঁজখবর নেন বিভিন্ন বিষয়ে।পাশাপাশি এস‌এসবি জ‌ওয়ানদের নিয়ে সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি।


তিনি বলেন, নেপাল ও ভুটান দুই মিত্র দেশের সীমান্তে এস‌এসবি নজরদারি প্রদান করে। এস‌এসবি সীমান্তে নজরদারির পাশাপাশি সামাজিক কাজের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক বজায় রাখছে। নেপালের সঙ্গে ভারতের বেটি-রোটির সম্পর্ক। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান করা নেপালী, রাজবংশী, আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের পুরস্কার প্রদান করে এলাকার বেশকিছু সংগঠনের সঙ্গেও কথা বলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişholiganbetonwin girişJOJO BETgrandpashabetbahsegel girişcasino sitelericasibomcasibombets10casibomonwincasibom giriş