শিলিগুড়ি, ২৩ মার্চঃ ইন্দোনেশিয়া থেকে ফিরেই চেম্বার করছিলেন ডাক্তার। ছিলেন না হোম কোয়ারান্টিনে। এমনই অভিযোগে চাঞ্চল্য শিলিগুড়িতে।
জানা গিয়েছে গত ১৯ মার্চ ইন্দোনেশিয়া থেকে ফেরেন ওই ডাক্তার। সোমবার শিলিগুড়ির হাসপাতাল মোড়ের কাছে চেম্বারে রোগী দেখেছিলেন। সেই খবর যায় শিলিগুড়ির সমাজকর্মী ও স্থানীয়দের কাছে। এরপরই তারা চেম্বারে যান৷ ডাক্তারকে অবিলম্বে হোম কোয়ারান্টিনে যেতে বলেন। ঘটনা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। সমাজকর্মী প্রদীপ নন্দী বলেন, একজনের থেকে জানতে পারি ডাক্তার বিদেশ থেকে এসে রোগী দেখছে। এটা উচিত নয়।
এদিকে ডাক্তার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি স্ক্রিনিং করে এসেছি। কিন্তু রোগী না দেখে হোম কোয়ারান্টিনে থাকতে হবে তা জানা ছিলনা। পাল্টা বলেন ডাক্তারদের চেম্বার বন্ধ করা উচিত। কারণ সেখানে রোগীদের ভিড় জমছে। রাজ্য সরকারের বিষয়টি দেখা উচিত।