শিলিগুড়ি,২৩ জুলাইঃ ‘সেফ হাউস’ করা হবে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামকে।যাদের মধ্যে করোনার কোনো উপসর্গ বা অন্য কোনো শারীরিক অসুস্থতা নেই মূলত তাদেরই রাখা হবে এই সেফ হাউসে।এমনটাই জানিয়েছেন মহকুমাশাসক সুমন্ত সহায়।
যদিও ইন্ডোর স্টেডিয়ামকে সেফ হাউস করা নিয়ে ক্ষুদ্ধ স্থানীয়রা।কোনোমতেই তারা স্টেডিয়ামকে সেফ হাউস করতে দেবেন না এমন দাবি জানিয়ে এদিন সকাল থেকেই ইন্ডোর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী, আসেন মহকুমাশাসক সুমন্ত সহায়।
পুলিশ ও মহকুমাশাসককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।এরপর স্থানীয়দের সাথে কথা বলেন সুমন্ত সহায়।স্থানীয়দের দাবি, ইন্ডোর স্টেডিয়ামকে সেফ হাউস করার মতো সঠিক পরিকাঠামো নেই যার ফলে অসুবিধায় পড়তে পারেন তারা।অন্যদিকে মহকুমাশাসক জানান,সমস্ত পরিকাঠামো করেই ১০০ বেডের সেফ হাউস এখানে তৈরি করা হবে।