শিলিগুড়ি, ২ জুলাইঃ বাংলা ও সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ককে বাঁচাতে উদ্যোগী হল হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।১০ নম্বর জাতীয় সড়ক সহ পাহাড়ে বিশেষজ্ঞদের দিয়ে সার্ভে করানোর দাবী তুলে ধরছেন তারা।আজ শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা।
এদিন সংগঠনের সদস্যরা জানান, সিকিমে বিপর্যয়ের পর থেকেই তিস্তা নদীর গতিপথে অনেকটা পরিবর্তন এসেছে।যার ফলে বারংবার জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।এর জেরে শুধুমাত্র পর্যটন ব্যবসার ক্ষেত্রেই নয় বাংলার পাশাপাশি সিকিমের যোগাযোগের ক্ষেত্রে বিরাট সমস্যার সৃষ্টি করছে।স্থায়ীভাবে যাতে এই সমস্যার সমাধান করা হয় তার জন্য বিশেষজ্ঞদের দিয়ে এই সম্পূর্ণ অঞ্চলে জিওলজিক্যাল সার্ভে করানোর দাবি তুলে ধরেন তারা।
সংগঠনের সদস্যরা আরও জানান, ইতিমধ্যেই এই গোটা বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করা হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং সিকিমের মুখ্যমন্ত্রী সকলকেই লিখিতভাবে এই বিষয়টি জানানো হবে।এছাড়াও যেসমস্ত দপ্তরে এই বিষয়টি জানানোর প্রয়োজন রয়েছে সমস্ত ক্ষেত্রেই বিষয়টি তারা তুলে ধরবেন।