শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ শিলিগুড়ি জংশন স্টেশনে এক নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কোচে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি জংশনে পৌছায় ইন্টারসিটি এক্সপ্রেস।সেই ট্রেনের একটি কোচে সন্দেহজনক একটি সুটকেস দেখা যায়।সেই সুটকেস ঘিরেই ছড়ায় বোমাতঙ্ক।তৎক্ষণাৎ প্লাটফর্ম চত্বর খালি করে দেওয়া হয়।
এরপরই খবর দেওয়া হয় সিআইডি’র বম্ব স্কোয়াড টিমকে।খবর পেয়েই সিআইডি’র বম্ব স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।