রাজগঞ্জ, ২৬ জুনঃ আন্তর্জাতিক মাদকবিরোধী এবং অবৈধ পাচার দিবস পালন করা হল রাজগঞ্জে।শনিবার রাজগঞ্জ থানার উদ্যোগে এবং ইভোলিউশন ফাউন্ডেশনের সহযোগিতায় এই দিনটি পালন করা হয়।
এদিন রাজগঞ্জ বাজার থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সচেতনতামূলক প্যাক্লার্ড নিয়ে র্যালির পাশাপাশি পথ নাটিকার মাধ্যমে সাধারন মানুষদের সচেতন করা হয়।
এই বিষয়ে ইভোলিউশন ফাউন্ডেশনের অন্যতম সদস্য বিশ্বজিৎ নাগ বলেন, আমরা মাদকবিরোধী এবং অবৈধ পাচারের বিরুদ্ধে।তাই প্রতিবছর এই দিনটিতে সচেতনতামূলক প্রচার করে থাকি।আজ রাজগঞ্জ পুলিশের সঙ্গে যৌথভাবে দিনটি উদযাপন করলাম।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, বিশ্বজিৎ নাগ সহ অন্যান্যরা।