আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জ পদক জয় হ্যামিল্টনগঞ্জের সৃজনা’র- গর্বিত পরিবার  

কালচিনি, ৩ আগস্টঃ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জ পদক জয় করল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের ৮ বছর বয়সী সৃজনা মজুমদার।


জানা গিয়েছে, সৃজনা তৃতীয় শ্রেণীর ছাত্রী।গত ৩০ জুলাই কলকাতায় অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ভারত সহ বিশ্বের মোট ৭টি দেশ অংশগ্রহণ করেছিল।এই প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জ পদক জয় করে ছোট্ট সৃজনা।তার এই সাফল্যে খুশি পরিবার সহ এলাকার মানুষ।

এই বিষয়ে সৃজনার বাবা নোমিত মজুমদার বলেন, এত ছোট বয়সে মেয়ের এই সাফল্যে গর্বিত। আশা করছি আগামীতে দেশের হয়ে স্বর্ণ পদকও জয় করবে সে।


One thought on “আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জ পদক জয় হ্যামিল্টনগঞ্জের সৃজনা’র- গর্বিত পরিবার  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BETgrandpashabetbahsegel giriş