শিলিগুড়ি, ২১ মেঃ চা খান না এমন মানুষ হয়তো কমই রয়েছে।আর যারা চা ভালোবাসেন আজ তাদের দিন।আজ আন্তর্জাতিক চা দিবস।চা দিবসে পথচারীদের চা খাইয়ে শিলিগুড়িতে পালন করা হল আন্তর্জাতিক চা দিবস।
আজ গোটা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক চা দিবস পালিত হচ্ছে।তবে দার্জিলিং এর চা বিশ্বসেরা।আর দার্জিলিং জেলায় বিভিন্ন জায়গায় রয়েছে বড় বড় চা বাগান।চা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন অনেকেই।তাই একটু অন্যরকমভাবেই শিলিগুড়িতে পালিত হল চা দিবস।
রবিবার শিলিগুড়ি টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাসমি চকে পথচারীদের চা খাওয়ানোর ব্যবস্থা করা হয়।পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় পথচারী মানুষকে চা খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে সঞ্জয় টিব্রুয়াল জানান, আজ আন্তর্জাতিক চা দিবস।চা মানেই দার্জিলিং।বর্তমানে বাঙালি সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে চা।তাই চা দিবসে চা খাইয়ে দিনটি পালন করা হচ্ছে।