শিলিগুড়ি, ৩০ জুলাইঃ করোনা মহামারীতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লাগাতার কাজ করেও রেল দপ্তরের ছাঁটাইয়ের হুমকির মুখে রেলওয়ের অস্থায়ী কর্মীরা।পাশাপাশি বিভিন্ন ভাতাও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলদপ্তর।এরই প্রতিবাদে আন্দোলনে সরব হল এনজেপি শাখার শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
বৃহস্পতিবার সংগঠনের সভাপতি প্রসেনজিৎ রায়ের নেতৃত্বে মিছিল করে এডিআরএম অফিসের মুখ্য আধিকারিককে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি প্রসেনজিৎ রায় জানান, বিগত ১০বছর ধরে অস্থায়ীভাবে সাফাই কাজে নিযুক্ত রয়েছে কর্মীরা।বর্তমান পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে তারা।
এরপরেও রেল দপ্তর অস্থায়ী কর্মীদের ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, শুধু তাই নয় বিভিন্ন ভাতাও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। এর প্রতিবাদেই এই আন্দোলন। আগামীতে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে বলে জানান তিনি।