শিলিগুড়ি,১৭ অক্টোবরঃ আইএনটিটিইউসি অফিস ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে এনজেপি থানার সামনে বিক্ষোভ আইএনটিটিইউসি’র কর্মী সমর্থকদের।
উল্লেখ্য, গতকাল রাজনৈতিক সংঘর্ষ বাঁধে এনজেপি চত্বরে।অভিযোগ, কয়েকজন তৃণমূল সমর্থক এনজেপি স্টেশনে কর্মরত কর্মীদের ওপর হামলা চালায় এবং ঘটনায় দুজন আহত হয়।এদিকে আইএনটিটিইউসি অফিসে ভাঙচুর চালায় বিজেপি ও রেলের অস্থায়ী কর্মীরা বলে অভিযোগ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ঘটনার পরপরই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এনজেপি থানা থেকে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।ঘটনায় দুজনকে গ্রেফতারও করে পুলিশ।তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো অধরা বলে দাবি তৃণমূলের।সেই কারণে শনিবার আইএনটিটিইউসি নেতা প্রসেনজিত রায় ও অরূপ রতন ঘোষ এর নেতৃত্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এনজেপি থানায় এসে বিক্ষোভ দেখায় দলীয় সমর্থকরা।
আইএনটিটিইউসি নেতা অরূপ রতন ঘোষ জানান, শান্ত এনজেপি কে অশান্ত করতে চাইছে বিজেপি,যা কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না।