৮ জানুয়ারি বনধ নিয়ে আইএনটিইউসি নেতৃত্বদের আলোচনা শিলিগুড়িতে

শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ রবিবার কংগ্রেসের শ্রমিক ভবনে ৮টি জেলা নেতৃত্ব নিয়ে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। এই সভার মধ্য দিয়ে আট জেলার আইএনটিইউসি এর নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করেন সংগঠনের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় সম্পাদক কামরুজ্জামান কামার।


দার্জিলিং জেলায় সাংগঠনিক চেয়ারম্যান হলেন অলোক চক্রবর্তী, সভাপতি নিযুক্ত হন দিলীপ দাস। আগামী ৮ই জানুয়ারি ১২ দফা দাবি নিয়ে ধর্মঘটে সামিল হয়েছে ১২টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশন।

বনধের সমর্থনে কী কী করা হবে তা নিয়েও এদিন আলোচনা হয়। এছাড়াও তৃণমূল এই বনধকে সমর্থন না করায় তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন আইএনটিইউসি নেতৃত্বরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *