শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ শিলিগুড়ির এনজেপিতে আইওসি’র উল্টোদিকে অগ্নিকান্ডের ঘটনা।বুধবার দুপুরে আইওসি’র উল্টোদিকে একটি গ্যারেজে আগুন লাগে।সেখান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে।আগুনের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে তিনটি দোকান।
এদিকে আগুন লাগতেই আইওসি’র তরফে ফোম দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়।আইওসি’র কর্মীরা ফোম দিয়ে আগুন প্রায় নিভিয়ে ফেলেন।পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।আধঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিভিয়ে ফেলা হয়।তবে অগ্নিকান্ডের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দোকানগুলির পেছনে প্রচুর বাড়ি ছিল সেখানকার বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
পরবর্তীতে ঘটনার খবর পেয়ে এলাকায় যান কাউন্সিলর শম্পা নন্দী।তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে বলেই জানা গিয়েছে।গ্যারেজে কাজ চলাকালীন একটি মেশিন থেকেই শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল বলে স্থানীয় সূত্রে খবর।