রাজগঞ্জ ১ মেঃ আইপিএলে বেটিং চালানোর অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। শনিবার বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আব্দুল রহিম (৩৬ )। তার বাড়ি রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের পয়াচরি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে রাজগঞ্জে চলতি বছরের আইপিএল ক্রিকেট খেলার বেটিং চলছে। সেই সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে বেটিং চালানোর সময় ফাটাপুকুর এলাকা থেকে ওই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। তবে বেশ কয়েকজন পালিয়ে যায়।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোবাইল ও ৪৫০০ টাকা। রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ক্রিকেট বেটিংয়ে পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েক জন জড়িত রয়েছে। ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
