শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ দীর্ঘ ৬ মাস পর আজ খুলে গেল শিলিগুড়ির ইসকন মন্দির।সরকারী বিধিনিষেধ মেনে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।করোনা মহামারীর কারণে এবছর ইসকনের রথ, ঝুলনযাত্রা হয়েছে ছোট করে।
ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান, আজ থেকে প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৭টা অবধি মন্দির খোলা থাকবে।তবে শুধুমাত্র দর্শনার্থীরাই মন্দিরে ঢুকতে পারবেন অযথা কাউকে ঢুকতে দেওয়া হবে না।পাশাপাশি অযথা মন্দিরের ভেতরে ঘোরাঘুরি করা যাবে না।
করোনার বিধিনিষেধ মেনে সকলকে মাস্ক পরে প্রবেশ করতে হবে।প্রবেশ করার সময় থামার্ল স্ক্যানিং করা হচ্ছে।একসঙ্গে ১০ থেকে ১৫ জন ঢুকতে পারবেন, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে বেরিয়েও আসতে হবে।