শিলিগুড়ি, ৫ জুনঃ আর কিছুদিন বাদেই রথযাত্রা, তবে রথের আগে রয়েছে জগন্নাথ দেবের স্নানপর্ব।দেশজুড়ে কোভিড-১৯ এর আতঙ্কের মধ্যেই শিলিগুড়ির ইসকন মন্দিরে পালিত হল এই স্নানপর্ব।
যদিও মন্দিরের চিত্রটা সম্পূর্ণ আলাদা।প্রবেশ করতে দেওয়া হয়নি বাইরে থেকে আসা ভক্তদের, মন্দিরের পুরোহিত ও সদস্যরাই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি বাইরে এনে স্নানপর্ব সারেন।
তবে ভক্তদের আটকায় কে?গেটের বাইরে ভক্তদের ভিড়, বাইরে থেকেই উল্লাসে ফেটে পড়ছেন তারা।ভক্তরা জানান, বাইরে থেকেই ভগবানের দর্শন পেয়ে খুশি তারা।অন্যদিকে মন্দির চত্বর কীর্তনে হয়ে ওঠে পরিপূর্ণ।বাইরে থেকেই ভক্তদের শ্রদ্ধা ও পুরোহিতদের পুজোয় সুন্দরভাবে সম্পন্ন হয় জগন্নাথদেবের স্নানযাত্রা।