শিলিগুড়ি, ১৫ জুনঃ করোনার জেরে শহরের পথে দেখা যাবে না ইসকনের রথ।তবে মন্দিরের ভেতরেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে রথের অনুষ্ঠান।এমনটাই জানালেন ইসকনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস।
আগামী ২৩ জুন রথযাত্রা।ওই দিন মন্দিরের ভেতরেই থাকবে রথ।রথে চেপে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি যাবে।সেই ব্যবস্থা মন্দিরের ভিতরেই করা হয়েছে।মন্দিরের দোতলায় করা হয়েছে মাসির বাড়ি।
নামকৃষ্ণ দাস বলেন, এবারে ইস্কনের রথযাত্রা ৩০ বছরে পদার্পণ করছে।করোনার জেরে রাস্তায় রথ বের করা হবে না।এছাড়া ভক্তরাও প্রবেশ করতে পারবেন না মন্দিরের ভিতরে।শুধুমাত্র পুজোর কাজে নিযুক্ত মন্দিরের সদস্যরাই মাস্ক ও গ্লাভস পড়ে পুজো সম্পূর্ণ করবেন।শহরবাসীর কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।