শিলিগুড়ির ইসকন মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব, সকাল থেকেই ভিড় ভক্তদের   

শিলিগুড়ি, ২৬ আগস্টঃ প্রতি বছরের ন্যায় এবছরও শিলিগুড়ি ইসকন মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব।


জন্মাষ্টমী উপলক্ষে শিলিগুড়ির ইসকন মন্দিরে আজ সকাল থেকে শুরু হয়েছে পূজা অর্চনা।তিন দিনব্যাপী অনুষ্ঠনের আয়োজন করা হয়েছে।আজ ভোর ৪:৩০ মিনিটে মঙ্গল আরতী হয়।এরপর রাজবেশ দর্শন হয়।সকালে থেকেই মন্দিরে ভক্তদের আগমন শুরু হয়েছে।সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর।

এই বিষয়ে শিলিগুড়ির ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস জানান, শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহা ধূমধাম করে পালিত হচ্ছে।সকাল থেকেই ভক্তরা আসছেন।সন্ধ্যা আরতির সময় বিশ্ব শান্তি যজ্ঞ হবে।রাত দশটায় করা হবে মহাঅভিষেক।


বিভিন্ন তীর্থের জল, ফলের রস, ঘি, মধু দিয়ে ভগবানের অভিষেক করা হবে।এরপর জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজো রাত ১২টায় অনুষ্ঠিত হবে।এছাড়াও গতকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে।বসে আকো প্রতিযোগিতা, কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে।যা আগামীকাল অবধি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi girişcasibom