শিলিগুড়ি ইসকন মন্দিরে ধুমধাম করে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা

শিলিগুড়ি, ২২ জুনঃ রীতি মেনে শিলিগুড়ির ইসকনে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা।আজ থেকে ঠিক ১৫ দিন পর রথযাত্রা অনুষ্ঠিত হবে।আজ স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হল রথযাত্রার প্রস্তুতি।


শিলিগুড়ি ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা উৎসব।এদিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ডাবের জল, গঙ্গা জল, দুধ, দই সহ বিভিন্ন তীর্থস্থানের জল দিয়ে স্নান করানো হয়।কথিত রয়েছে, স্নানযাত্রার পরই জ্বর হয় জগন্নাথদেবের।যেকারনে কয়েকদিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয়।এরপর জ্বর থেকে সেরে ওঠার পর রথযাত্রার দিন জগন্নাথদেব যাবেন তার মাসির বাড়িতে।

এদিন স্নানযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomCasibom Girişcasibomjojobet girişjojobetholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOM