ইসলামপুর বিদ্যুৎ দপ্তরে ফের অগ্নিকান্ডের ঘটনা, চাঞ্চল্য

ইসলামপুর, ৩০ অক্টোবরঃ ইসলামপুর বিদ্যুৎ দপ্তরে ফের অগ্নিকান্ডের ঘটনা।কয়েকদিনের মাথায় একই জায়গায় অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।


এদিন ইসলামপুরের মিলনপল্লী সংলগ্ন এলাকায় বিদ্যুতের সাব স্টেশনে আচমকাই আগুন লাগে।খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে একই জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।কর্তৃপক্ষের গাফিলতিতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

বিদ্যুৎ দপ্তরে কর্তব্যরত আধিকারিক রাজা সাহা জানান, ট্রান্সফরমারের তেল থেকে আগুন লেগেছে।সেখানে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি যে ঠিক নয় তাও কার্যত স্বীকার করে নেন তিনি।ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *