ইসলামপুর, ১০ জানুয়ারিঃ শীতের মরসুমে দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দিল ইসলামপুর বিপ্লবী সংঘ।
জানা গিয়েছে, রবিবার দুঃস্থ মানুষদের হাতে ক্লাবের তরফে কম্বল তুলে দেওয়া হয়।এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল।এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক সুভাষ চক্রবর্তী সহ অন্যান্যরা
এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে কানাইয়ালাল আগরওয়াল বিপ্লবী সংঘের এই প্রয়াসকে সাধুবাদ জানান এবং প্রতিটি ক্লাব, সংগঠনকে এভাবেই সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান করেন।
ক্লাবের কার্যকরী সভাপতি চন্দন সাহা জানান, তারা বছরভর নানান সামাজিক কর্মসূচি করে থাকেন।লকডাউন, আমফান ঝড় সহ বিভিন্ন ক্ষেত্রে তারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন।