ইসলামপুর,২৯ এপ্রিলঃ চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।ঘটনায় ছররা গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।আহত ব্যক্তিদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে একটি চা বাগানের জমি দখল করাকে কেন্দ্রে করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা ও পরে সংঘর্ষ বাঁধে।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
যদিও এই বিষয়ে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন বলেন, গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে,এমনটা নয়।কি কারণে এই ঘটনা ঘটেছে তা খোজ নিয়ে দেখা হচ্ছে।