ইসলামপুরে সবলা মেলার আয়োজন

ইসলামপুর,৬ জানুয়ারিঃ ইসলামপুরে অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলা সবলা মেলা।সোমবার ইসলামপুর কোর্ট ময়দানে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি আধিকারিক সৈকত গাঙ্গুলী,ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ফারহাত বানুর প্রতিনিধি জাভেদ আখতার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত আধিকারিক সৈকত গাঙ্গুলী জানান, এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।মোট ৫০টি স্টল রয়েছে সেখানে।সেগুলির মধ্যে অধিকাংশই রয়েছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের দ্বারা তৈরি হস্তশিল্প ও কুটির শিল্প সামগ্রী।সরাসরি প্রদর্শনী ও বিক্রীর ব্যবস্থা রয়েছে সেখানে।এছাড়াও অন্যান্য বেশ কিছু স্থানীয় স্টল মেলার সৌন্দর্য বৃদ্ধি করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *