শিলিগুড়ি, ১৩ অক্টোবরঃ নিকট আত্মীয়কে নৃশংসভাবে খুনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার আদালত।মঙ্গলবার এই খুনের ঘটনায় অভিযুক্ত মেঘনাথ ওরাঁও এর যাবজ্জীবন সাজা ঘোষণা করেন আলিপুরদুয়ার আ্যডিশনাল সেশন জাজ নরেন্দ্রনাথ দাসগুপ্ত।
আলিপুরদুয়ার আদালতের সরকারী পক্ষের আইনজীবী জহর মজুমদার জানান, ২০১৫ সালের ২৪ জুলাই জল নেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত।পাটকাপাড়া চা বাগানের বাসিন্দা সোমারি ওরাঁও কালচিনি ব্লকের ডিমা চা বাগানে তার মেয়ের বাড়িতে আসেন।সেখানে জল নিয়ে বিবাদের জেরে সোমারি ওঁরাওকে কুড়োল দিয়ে কুপিয়ে হত্যা করে তার মেয়ের দেওর মেঘনাথ ওঁরাও।ঘটনার পরের দিনই অভিযুক্তকে গ্রেফতার করে কালচিনি থানার পুলিশ।
দীর্ঘদিন মামলা চলার পর আজ মেঘনাথ ওরাঁও এর যাবজ্জীবন সাজা ঘোষণা করে আলিপুরদুয়ার আদালত।