বেহাল জাবরাভিটা আন্ডারপাস! বিধায়ক শিখা চ্যাটার্জির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী

শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ বেহাল জাবরাভিটা আন্ডারপাস নিয়ে চরম অসন্তোষ।এই অবস্থায় ডাবগ্রাম–ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী।


বহুদিন ধরেই জাবরাভিটা আন্ডারপাসের বেহাল অবস্থা।শীত কিংবা গ্রীষ্মকালে কোনওরকমে চলাচল করা গেলেও বর্ষা এলেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। জল জমে আন্ডারপাস কার্যত অচল হয়ে পড়ে, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি।

এলাকাবাসীরা জানান, এই আন্ডারপাসে ইতিমধ্যেই একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে।এর জন্য একাধিকবার অবরোধও হয়েছে।দীর্ঘদিন কেটে গেলেও সমস্যার কোনও স্থায়ী সুরাহা মেলেনি।


অভিযোগ, জনপ্রতিনিধি হিসেবে বিধায়ক শিখা চ্যাটার্জির সক্রিয় ভূমিকা চোখে পড়ে না। আন্ডারপাসের দুরবস্থা হোক বা অন্য কোনও নাগরিক সমস্যা—কোনও কাজেই তাকে পাশে পাওয়া যায় না।শুধু মোবাইল ফোন আর টিভির পর্দাতেই তাকে দেখা যায়, কিন্তু বাস্তবে এলাকার সমস্যায় তার উপস্থিতি নেই বলে অভিযোগ করেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *