শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ অল্প বৃষ্টি হলেই জল জমে যায় শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটা আন্ডারপাসে।দীর্ঘদিন ধরে এই সমস্যায় সাধারণ মানুষ।বুধবার জাবরাভিটা আন্ডারপাস পরিদর্শন করলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।পাশাপাশি জোড়াপানি নদীর ছট ঘাট পরিদর্শন করেন তিনি।এদিন আন্ডারপাসে জল জমে যাওয়ার সমস্যার স্থায়ী সমাধানের কথা বলেন তিনি।
এদিন আন্ডারপাস পরিদর্শন করার পর সৌরভ চক্রবর্তী বলেন, প্রথমত আন্ডারপাসে জমে থাকা জল পাম্পের মাধ্যমে বের করে দেওয়া হবে।স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হবে যাতে সেখানে আর জল জমে না থাকে।