জলমগ্ন জাবরাভিটা আন্ডারপাস পরিদর্শনে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি

শিলিগুড়ি,১০ জুনঃ জলমগ্ন অবস্থায় রয়েছে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার আইওসি সংলগ্ন জাবরাভিটা আন্ডারপাস।গত মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে সমস্যায় পড়েছে পথ চলতি সাধারণ মানুষ।জানা গিয়েছে,গত এক বছর ধরেই তারা এই ধরণের সমস্যায় ভুগছেন।অল্প বৃষ্টিতেই রাস্তায় জল আটকে যায়।আবার অনেক সময় রাস্তায় ল্যাম্পপোস্টের আলো না জ্বলায় রাতের অন্ধকারে গাড়ি উলটে দুর্ঘটনার কবলে পড়ে।


এনজেপি স্টেশন, আইওসি গেট, এফসিআই গোডাউনের মালপত্র বহনকারী গাড়ি অন্য রাজ্য বা জেলায় নিয়ে যাওয়ার মূল সড়ক এই আন্ডারপাস। বিষয়টি বেশ কয়েকবার প্রশাসনের কাছে জানানো হলেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের।

বৃহস্পতিবার জলমগ্ন আন্ডারপাসটি পরিদর্শন করেন ডাবগ্রাম-ফুলবাড়ির  বিধায়ক শিখা চ্যাটার্জি।তিনি বলেন, অল্প বৃষ্টিতেই জল জমে যায়। ড্রেন বন্ধ হওয়ার কারণেই হয়তো জলমগ্ন হয়ে রয়েছে। আন্ডারপাসটি রেলের অধীনে থাকায় বিষয়টি ডিআরএম ও এডিআরএম’কে ফোন করে বলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *