শিলিগুড়ি, ১৫ মার্চঃ ‘যাচাই করে তার পরেই ভোট দিন’-শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে গিয়ে কর্মরত শ্রমিকদের কাছে এমনটাই আবেদন করলেন বাম প্রার্থী অশোক ভট্টাচার্য।
প্রার্থী ঘোষনার আগে থেকেই নির্বাচনী প্রচারে মানুষের কাছে হাজির হয়েছেন বাম নেতা অশোক ভট্টাচার্য।ছোট ছোট সভা,মিছিল করে মানুষের ভাবমূর্তি জানার চেষ্টা করছেন তিনি।এবার শ্রমিকদের ভোট ব্যাঙ্ক ঠিক রাখতে শ্রমিকদের কাছে হাজির হচ্ছেন তিনি।
সোমবার শ্রমিকদের সমর্থন পেতে সকাল সকাল হাজির হন শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে।কথা বলেন কর্মরত শ্রমিকদের সঙ্গে।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য বলেন,‘তৃণমূল ও বিজেপি দুটি দলই শ্রমিক বিরোধী।কিন্তু বামপন্থীরা বরাবরই শ্রমিক স্বার্থে কাজ করে থাকে।তাই প্রার্থী পরখ করেই যেন তারা বিধানসভা নির্বাচনে ভোট দেন’।