রাজগঞ্জ ব্লকের আমবাড়িতে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

রাজগঞ্জ, ১১ জুনঃ আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা।বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের আমবাড়িতেও ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল স্নানযাত্রা।আমবাড়ির ঐতিহ্যবাহী চন্দ বাড়ি ও আমবাড়ি রথযাত্রা কমিটির উদ্যোগে যথাযথ নিয়ম-রীতি মেনে পালিত হয় স্নানযাত্রা।


এবছর চন্দ বাড়ির রথযাত্রা ৭৮তম বর্ষে পদার্পণ করল। আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে চলেছে মূল রথযাত্রা, তার আগে আজকের স্নানযাত্রা দিয়ে সূচনা হল এই উৎসবের।

এদিন চন্দ বাড়ির পাশাপাশি আমবাড়ি রথযাত্রা কমিটিও একইভাবে পালন করে স্নানযাত্রা।এলাকাজুড়ে মহিলা ও পুরুষেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।এলাকার সমস্ত মহিলারা একত্রিত হয়ে  জগন্নাথ, সুভদ্রা ও বলরামের স্নান করান।


চন্দ বাড়ির তরফে অনিমেষ চন্দ জানান, “সমস্ত নিয়ম-নীতি মেনেই আজকের স্নানযাত্রা সম্পন্ন হয়েছে।এবছর আমাদের রথযাত্রা ৭৮ বছরে পড়ল এটা আমাদের জন্য গর্বের বিষয়।আজ স্নান যাত্রার মধ্য দিয়ে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *