শিলিগুড়ি, ২৯ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডে রবিবার সকালে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এদিন তিনি রেশন ডিলারদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে নিজে হাতে প্রসাদ পৌঁছে দেন তিনি।
ডেপুটি মেয়রের এই মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসী।রঞ্জন সরকার জানান, অনেকেই এখনও দীঘার জগন্নাথ মন্দিরে যেতে পারেননি, কিন্তু বাড়িতে বসেই প্রসাদ পেয়ে তারা ভীষণ আনন্দিত।এই উদ্যোগ এলাকার মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করেন তিনি।