রাজগঞ্জ, ২২ জুনঃ রাজগঞ্জের আদর্শপল্লী শ্রী শ্রী গৌড়নিতাই মন্দিরে অনুষ্ঠিত হবে জগন্নাথদেবের রথযাত্রা।আজ স্নানযাত্রার মধ্যে দিয়ে শুরু হল প্রস্তুতি।
জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ৯ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে মন্দির কমিটির তরফে।রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফাড়াবাড়ি এলাকার আদর্শপল্লী শ্রীশ্রী গৌড়নিতাই মন্দিরের রথযাত্রা এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করছে।
এদিন মন্দির কমিটির সদস্যরা জানান, এবছর জাকজমকভাবে রথযাত্রা উৎসব করার উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় আদর্শপল্লী স্মরণীয় ক্লাবের সহযোগিতায় ৯ দিনব্যাপী অনুষ্ঠান হবে।৭ই জুলাই মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে স্মরণীয় ক্লাবে গিয়ে শেষ হবে।ওই দিন থেকে প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান চলবে।প্রতিদিন বিকেলে পুজো, সন্ধ্যা আরতি, প্রবচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।আগামী ১৫ই জুলাই স্মরণীয় ক্লাব প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা বের হবে।বিভিন্ন পথ পরিক্রমা করার পর মন্দিরে এসে শেষ হবে।তারই প্রস্তুতি চলছে জোরকদমে।