শিলিগুড়ি, ৬ নভেম্বরঃ প্রতিবছরের মত এবারও শিলিগুড়ির কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় জগদ্ধাত্রী পুজো আয়োজিত হবে।এবছর তাদের পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করতে চলেছে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন পূজো উদ্যোক্তারা।
এদিন উদ্যোক্তারা জানান, অন্যান্যবারের মত এবারও বড় আকারে পূজা করা হচ্ছে।এবছর বিশেষ আকর্ষণ চন্দননগরের ২১ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা।এছাড়াও থাকবে ৫১ পীঠের আদলে মন্ডপ সজ্জা। চন্দননগরের আদলে আলোকসজ্জাও থাকছে।পুজোর উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কাজ এবং সকলের জন্য থাকবে বিশেষ ভোগের আয়োজন।
এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জগদ্ধাত্রী পূজা কমিটির চেয়ারম্যান মদন ভট্টাচার্য, পুজো কমিটির সম্পাদক সৌরভ ভাস্কর সহ অন্যান্যরা।