গজলডোবা, ১১ জানুয়ারিঃ দীর্ঘ ৭ বছর ধরে আপেল কুলের চাষ করে আসছেন গজলডোবার টাকিমারির নেপাল দাস।বিভিন্ন শাক-সবজির পাশাপাশি এক বিঘা জমিতে আপেল কুলের চাষ করে আসছেন তিনি। প্রতিবছর এই কুলের চাষ করে ভালো উপার্জন হলেও এবছর সেভাবে ফলন না হওয়ার ক্ষতির আশঙ্কা করছেন নেপাল দাস।
রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকার তিস্তার চরের কয়েকজন চাষী এই আপেল কুলের চাষ করে আসছেন। তাদের মধ্যে নেপাল বাবু গত সাত বছর ধরে এক বিঘা জমিতে আপেল কুলের চাষ করছেন।
নেপাল দাস বলেন, বাজারে আপেল কুলের ভালো চাহিদা রয়েছে।চড়া দামে বিক্রি হচ্ছে এই কুল। গতবছর ভালো ফলন হওয়ায় ভালো লাভের মুখ দেখা গিয়েছিল।কিন্তু এবছর আবহওয়ার জন্য আপেল কুলের সেভাবে ফলন হয়নি।এছাড়া পাখিরা এসে সব কুল খেয়ে নষ্ট করে দিচ্ছে।প্রায় ৩০-৪০ হাজার টাকা খরচ করে এই কুলের চাষ করা হয়েছে।গতবছর ভালো মুনাফা হলেও এবছর খরচের টাকা উঠবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছি বলে জানান তিনি।