শিলিগুড়ি, ৩০ আগস্টঃ দার্জিলিং জেলার জয় হিন্দ বাহিনি কমিটির সভাপতি হলেন কমল কুমার গোয়েল।
এই জয় হিন্দ বাহিনী পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে কাজ করে এবং সামাজিক ন্যায়বিচার প্রদান সহ সর্বধর্ম সমন্নয়ের শপথ প্রচারের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কাজ করে এই সংগঠন।
এবার দার্জিলিং জেলায় জয় হিন্দ বাহিনীর সভাপতি নিযুক্ত হলেন কমল কুমার গোয়েল। এমনই জানিয়েছেন পশ্চিমবঙ্গ জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়। নিষ্ঠার সাথে দলের তরফে দেওয়া দায়িত্ব পালন করবেন বলে জানান কমল কুমার গোয়েল।