রাজগঞ্জ, ২৯ জুলাইঃ পঞ্চায়েত ভোটের দিন রাজনৈতিক সংঘর্ষে গুরুতর আহত হন তৃণমূলের জয়ী প্রার্থী জাকের হোসেন।আজ তার বাড়িতে গিয়ে দেখা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হুঁশিয়ারি দেন তিনি।
জানা গিয়েছে, গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গধেয়াগছ বুথে ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ হয়।ঘটনায় গুরুতর জখম হন তৃণমূল প্রার্থী জাকের হোসেন।তার পা ও মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গে তাকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।বেশকিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর গত সোমবার তিনি বাড়িতে ফিরেছেন। তবে এখনো শয্যাশায়ী তিনি।এদিন বাড়িতে গিয়ে তৃণমূল প্রার্থীর সঙ্গে দেখা করেন বিধায়ক খগেশ্বর রায়।
এদিন বিধায়ক বলেন, বিরোধীরা ভোটের দিন সন্ত্রাস চালিয়েছে। তৃণমূল প্রার্থী জাকের হোসেন ছাড়াও কয়েকজন আহত হয়।অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশকে বলবো। যদি তা না করে তাহলে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।