শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ জাঁকজমকভাবে সরস্বতী পুজোর আয়োজন করলো শিলিগুড়ির ঘোগোমালি উচ্চ বিদ্যালয়।সোমবার সকালে রীতি মেনে পুজো সম্পন্ন হয়।
এদিন সন্ধ্যেয় ঘোগোমালি উচ্চ বিদ্যালয়ের পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করেন।স্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠান শুরু হওয়ায় এবারে জাঁকজমকভাবে সরস্বতী পুজোর আয়োজন করা হয়।পুজোর মধ্য দিয়ে সমাজসচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি পড়ুয়ারের তৈরি বিভিন্ন মডেল প্রদর্শনী করা হয়েছে।এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, গত ২৩শে জানুয়ারি থেকে স্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠান শুরু হয়েছে।আগামী বছর ২৩শে জানুয়ারি পর্যন্ত নানান অনুষ্ঠান চলবে।২০২৬ সালের ২৩ জানুয়ারী সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করা হবে।