খড়িবাড়ি, ১ মার্চঃ খড়িবাড়িতে জাল লটারি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হল বিজেপি পঞ্চায়েত সমিতির ছেলেকে।খড়িবাড়ির নয়াহাটে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, ২০ সিরিজের লটারি কেটে ১ লক্ষ ৮০ হাজার টাকা পুরস্কার জেতেন শঙ্কর ঘোষ নামে এক যুবক।লটারি জিতে টাকা নিতে আসে সেই যুবক।এরপরই বিক্রেতার সঙ্গে ডিস্ট্রিবিউটরের কাছে গেলে জাল লটারি বলে টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় বাকবিতণ্ডা।শেষে ৫০ হাজার টাকা দেয় ডিস্ট্রিবিউটর।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লটারি ডিস্ট্রিবিউটর পরিমল সিংহকে গ্রেফতার করে।জানা গিয়েছে, পরিমল সিংহ বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য মিনারানি সিংহের ছেলে।
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য জানান, লটারি জেতার পর ক্রেতা ডিস্ট্রিবিউটরের কাছে গেলে জাল লটারি বলে টাকা দিতে অস্বীকার করে।ঘটনাটি পুলিশ তদন্ত করুক।
অন্যদিকে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য মিনারানি সিংহের দাবি, ছেলে জাল লটারি বিক্রি করে না। জাল লটারি কোথা থেকে এল, কারা জড়িত তার তদন্ত করা হোক।কেউ এই কাজ করে তাকে ফাঁসিয়েছে বলে জানান তিনি।