আয়রনযুক্ত জলের সমস্যায় ফুলবাড়ির পূর্বধনতলার গ্রামের বাসিন্দারা

ফুলবাড়ি, ৬ নভেম্বরঃ আয়রনযুক্ত জলের সমস্যায় ভুগছেন ফুলবাড়ির পূর্বধনতলার গ্রামের বাসিন্দারা।   পরিশ্রুত পানীয় জলের কল আছে, সময় মত জলও আসছে।কিন্তু সেই জল এতটাই আয়রনযুক্ত যে জল পান করতে পারছেন না গ্রামের বাসিন্দারা।


জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা গ্রামে বিগত প্রায় দশ বছর আগে এলাকায় পরিশ্রুত পানীয় জলের প্রকল্প চালু করা হয়।পাইপলাইনের মাধ্যমে ফুলবাড়ি পূর্ব ধনতলা গ্রামে টাইমকলও বসানো হয়।অভিযোগ, প্রথমে বেশকিছুদিন জল ভালোভাবে এলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেই জল আর পান করতে পারছেন না বাসিন্দারা।

এই বিষয়ে গ্রামের বাসিন্দারা জানান, আমরা দীর্ঘদিন থেকেই এলাকায় জলের সমস্যায় ভুগছি। টাইমকলের মাধ্যমে যে জল আসছে সেই জলে অনেকটা আয়রন থাকে।এই জল কোন কাজে ব্যবহার করতে পারছি না।নিরুপায় হয়ে জল কিনে খেতে হচ্ছে।আমরা চাই প্রশাসন দ্রুত এই জলের সমস্যার সমাধান করুক।


এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য উত্তম সরকার জানান, এলাকায় জলের সমস্যা রয়েছে।দীর্ঘদিন থেকে এলাকার মানুষ জল সমস্যায় ভুগছেন।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুতই জলের সমস্যা সমাধান করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMarsbahis YeniMeritking Giriş