লকডাউনে কেউ খাবার না পেয়ে অভুক্ত থাকছেন।আবার কেউ বা চাল-ডাল পেয়েও খাবার তৈরি করতে পারছেন না জ্বালানীর অভাবে।এমনই অবস্থা জলপাইমোড় সংলগ্ন শীতলাপাড়ার বাসিন্দা নারায়ন মৌরের।হাটার ক্ষমতা হারিয়েছেন আগেই, চলার ক্ষেত্রে লাঠিই একমাত্র ভরসা।পরিবারেও আর কেউই নেই তার।
লকডাউনে চাল, ডাল, সবজি দিয়েছেন অনেকেই তবে জ্বালানীর অভাবে কিছুই রান্না করতে পারছেন না।বাড়িতেই সেগুলো নষ্ট হচ্ছে তৈরি করা খাবারের আশায় তাই প্রতিদিন লাঠিতে ভর দিয়ে প্রায় দুই ঘন্টা ধরে চলার পর তিনি পৌছান বর্ধমান রোডে। এরপর বর্ধমান রোড দিয়েই ঘোরাফেরা করেন তিনি। খাবার পাওয়ার আশায় বিভিন্ন জায়গায় গিয়ে বসে থাকেন। তিনি জানান লাঠিতে ভর দিয়ে হাটতে তার খুবই কষ্ট হয় তবুও পেটের টানে প্রতিদিন আসতে হয়। যদি জ্বালানী মিলতো তবে তিনি বাড়িতেই রান্না করতে পারতেন।