আলিপুরদুয়ার, ২৩ ফেব্রুয়ারিঃ জলদাপাড়া জাতীয় উদ্যানে পরপর ৫ টি গণ্ডারের মৃত্যুতে চিন্তিত বনদপ্তর।তবে এই গন্ডার মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে আ্যনথ্রাক্স এর তত্ত্ব।আর এই আ্যনথ্রাক্স রোগ গাবাদি পশু থেকে ছড়ায়।আর এরপরই নড়েচড়ে বসল প্রশাসন।
জলদাপাড়া জাতীয় উদ্যানের সীমানায় কড়া নজরদারির ব্যবস্থা করল বনদপ্তর।জাতীয় উদ্যান সংলগ্ন বনবস্তি ও গ্ৰামগুলো থেকে যাতে গবাদি পশু জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতে না পারে এই কারণেই এই উদ্যোগ।