জলদাপাড়া, ২৬ ফেব্রুয়ারিঃ শনিবার জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের তাড়ায় পর্যটক বোঝাই গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটে।আহত হন পর্যটকেরা।
এই ঘটনার পর রবিবার আশঙ্কার মধ্যেই পর্যটকদের নিয়ে জঙ্গলে গেলো পর্যটক বোঝাই গাড়ি।এরপরই হুড খোলা জিপসি গাড়িতে পর্যটকরা কতটা নিরাপদ তা নিয়ে উঠছে প্রশ্ন।যদিও উত্তরবঙ্গের জঙ্গলগুলিতে হুডখোলা জিপসিতে পর্যটকদের জঙ্গলের গভীরে নিয়ে যাওয়ার রেওয়াজ থাকলেও, শনিবারের মত দুর্ঘটনার কোনো নজির নেই।
শনিবার দুর্ঘটনার পর রবিবার জলদাপাড়া বনবিভাগের আধিকারিকেরা গাইড, জিপসি চালকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে জঙ্গলের ভেতরে ঢুকে কোনো পর্যটক জিপসি থেকে বিনা অনুমতিতে নীচে নামতে পারবেন না।খোলা যাবে না গাড়ির দরজা।হাতি, বাইসন অথবা গন্ডার দেখার সময় নিরাপদ দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে।অকারণে বন্যপ্রানীদের উত্যক্ত করা যাবে না।এই নির্দেশিকা অমান্য করলে পর্যটকদের শাস্তির মুখে পড়তে হবে।এছাড়াও জঙ্গলের রাস্তার বাঁকে থাকা ঝোপঝাড় কেটে দেওয়া হবে।জিপসি চালক ও গাইডদের দ্রুত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।