বাড়িতে জলের কল রয়েছে অথচ জল নেই! জলের দাবি ডাবগ্রাম ফুলবাড়ির দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দাদের

শিলিগুড়ি, ৮ মেঃ বাড়িতে জলের কল রয়েছে অথচ জল নেই।সমস্যায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত দক্ষিণ শান্তিনগর এলাকার আনন্দপল্লি ১৯/৫৩ পার্টের বাসিন্দারা।সোমবার পানীয় জলের দাবী জানান বাসিন্দারা।


জানা গিয়েছে, দীর্ঘ দুবছর ধরে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন বসানো হয়েছে।কিছু জায়গায় পানীয় জল আসলেও দক্ষিণ শান্তিনগর এলাকায় এখন পর্যন্ত জল নেই ১১০টি বাড়িতে।এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।বাসিন্দাদের অভিযোগ, আমরা দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছি। পানীয় জল আনতে অন্যত্র যেতে হয়।গ্রীষ্মকালে কুয়োর জলও শুকিয়ে যায়।যে কারণে পানীয় জল কিনে খেতে হয়।বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়ত সদস্য সহ বিভিন্ন দপ্তরে জানানো হলোও এখনো পর্যন্ত কোনোরকম সুরাহা মেলেনি বলে অভিযোগ।এই কারণে এদিন রাস্তায় নেমে জলের দাবী জানান এলাকার বাসিন্দারা সহ শিশুরা।

এই নিয়ে ফোনে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, শুধু দক্ষিণ শান্তিনগর এলাকায় নয় চয়নপাড়া সহ গোটা এলাকার মানুষ জল সমস্যায় ভুগছেন।এলাকায় রিজার্ভার কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।জলের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টাকা দিয়েছে।তারপরেও সাধারণ মানুষকে পানীয় জল দিতে পারছে না এটা খুব অন্যায়।সেখানকার প্রধান কোন কাজ করেন না বলে অভিযোগ করেন তিনি।


অন্যদিকে ডাবগ্রাম ২ এর প্রধান সুধা সিংহ চ্যাটার্জী বলেন, প্রতিটি পঞ্চায়েত এবং অঞ্চল থেকে পিএইচই দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে।সরকারি নিয়ম অনুসারে প্রতিটি বাড়িতে ২০২৪য়ের মধ্যে জল যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *