শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ জালিয়াতি করে জমি বিক্রির অভিযোগ।ঘটনায় দুজনকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতদের নাম উজ্জ্বল সিংহ এবং অজয় দত্ত।
জানা গিয়েছে, শিলংয়ের বাসিন্দা এক মহিলার শিলিগুড়িতে একটি জমি রয়েছে।ডিসেম্বর মাসে শিলিগুড়িতে এসে জানতে পারেন তার জমির কিছুটা অংশ দালালরা দখল করে বিক্রি করে দিয়েছে।এরপরই প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে দেবীডাঙ্গা এলাকা থেকে উজ্জ্বল সিংহকে গ্রেফতার করে পুলিশ।এরপর সমরনগর বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় তার সহযোগী অজয় দত্তকে।আজ দুজনকেই শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।