নকশালবাড়ি, ১৭ অক্টোবরঃ চা-বাগানের মজুরি জালিয়াতি ও ভুয়ো শ্রমিকদের নাম মাস্টার রোলে বসিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল নকশালবাড়ি মানঝা চা-বাগানের ২ কর্মীর বিরুদ্ধে। নকশালবাড়ি থানায় ঘটনার অভিযোগ দায়ের করল বাগান কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, মানঝা চা-বাগানের ২ সাব স্টাফ রোশন তির্কি ও বিনোদ খালকো নিজেদের পরিবারের সদস্যদের নাম মাস্টার রোলে বসিয়ে ২০২১-২২ সাল থেকে বাগান কর্তৃপক্ষের টাকা জালিয়াতি করছিলো। ঘটনা প্রকাশ্য আসতেই বাগানের সিনিয়র ম্যানেজারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন সিনিয়র ম্যানেজার ধন্নারাম চৌধুরী।
এই বিষয় বাগানের সিনিয়র ম্যানেজার জানান অভিযুক্তরা বাগানের কর্মী, পরিবারের সদস্য, ২ শিক্ষার্থী, সহ অনেকের নাম বসিয়ে টাকা নয়ছয় করত। দোষীদের কড়া শাস্তির দাবি জানান তিনি।
অন্যদিকে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশ টেলিফোনে জানান পুলিশ তদন্ত করছে।