কোচবিহারে জালনোট ও সোনার বিস্কুট সহ গ্রেফতার ৯

কোচবিহার,২২ সেপ্টেম্বরঃ জালনোট ও সোনার বিস্কুট সহ নয়জনকে গ্রেফতার করল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ।


জানা গিয়েছে, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে ডাওয়াগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ ও এসএসবি’র ১৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা।এরপর সেখানে একটি গাড়িকে আটক করে পুলিশ।গাড়িটিতে তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট ও জালনোট উদ্ধার করে পুলিশ।ঘটনায় দুটি বাইকও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর,ধৃতরা জালনোট ও সোনার বিস্কুট নিয়ে কোচবিহার থেকে অসমে যাচ্ছিল।ধৃতদের কাছ থেকে ১ কোটি টাকার ওপরে জালনোট সহ ১৭টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।আজ ধৃতদের আদালতে তোলা হবে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş