শিলিগুড়ি, ২ জুনঃ শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের নানা এলাকা জলমগ্ন।বুধবার এলাকায় গিয়ে বাসিন্দাদের সমস্যার কথা শুনলেন পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার।
বহুবছর ধরে উত্তর মাল্লাগুড়ি এলাকা সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে।বাসিন্দাদের অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর মুকুল সেনগুপ্তকে বহুবার সমস্যার কথা বলা হয়েছে।কিন্তু সুরাহা হয়নি।মঙ্গলবার রাতে বৃষ্টির জেরে এলাকায় বাড়ি বাড়িতে জল ঢুকে যায়।
বুধবার দুপুরে সেখানে যান রঞ্জন সরকার।দেখা যায় এলাকায় বাড়ির তৈরির বালি ও নানা সামগ্রীতে ড্রেন আটকে রয়েছে।যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন রঞ্জন সরকার।তিনি বলেন, এভাবে অবৈধভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাস্তা আটকে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এখানকার মানুষদের সমস্যা বহুদিনের। কীভাবে সমাধান করা যায় তা দেখছি।এদিন ড্রেনগুলি খুলতে জেসিবি নামানো হয়। এছাড়া বরো অফিসের তরফে পুরনিগমের সাফাই কর্মীদের কাজে লাগানো হয়।দুপুরের পর এলাকায় অনেকটা জল নেমে যায়।