রাজগঞ্জ, ১৪ জুলাইঃ প্রবল বৃষ্টিতে জলমগ্ন ফুলবাড়ির বিভিন্ন এলাকা।শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা গ্রামের বেশকিছু বাড়িতে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা।
গতকাল রাত থেকে প্রবল বৃষ্টিতে পশ্চিম ধনতলা, রাজীব নগর,সিপাইপাড়া সহ বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ার সমস্যায় পড়েছেন মানুষ।
এই বিষয়ে স্থানীয়রা জানান, ফুলবাড়ির বিভিন্ন এলাকা জল থই থই করছে। ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে। বেশ কিছু বাড়ির রান্না ঘর, শোয়ার ঘরে জল ঢুকে যাওয়ার ফলে সমস্যায় পরতে হচ্ছে। জলনিকাশি ব্যবস্থা ভালো না থাকার ফলেই জমে রয়েছে। প্রতিবার বর্ষার সময় এই সমস্যার সম্মুখীন হতে হয়৷ তাই জল নিকাশি ব্যবস্থা করার দাবি তুলেছেন বাসিন্দারা।