জলপাইগুড়ি, ২৯ জুনঃ টানা বৃষ্টিতে জলপাইগুড়ি সংলগ্ন গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৫০০ বাড়ি জলমগ্ন।একপ্রকার জলবন্দী এলাকার বাসিন্দারা।এলাকার চারটি মুরগির ফার্ম পুরোপুরি জলের তলায়।প্রায় ১০ হাজার মুরগী মারা গিয়েছে।
এছাড়াও মজুদ করা শষ্য, ধান, তিল, পাট সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে গ্রামবাসীদের।প্রায় দু’কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে এলাকা পরিদর্শনে পৌঁছান জলপাইগুড়ি জেলা পরিষদের পুর্ত কর্মাধক্ষ্য নূরজাহান বেগম।গোটা এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরনের আশ্বাস দেন তিনি।
এদিকে পাহাড়ে টানা বৃষ্টির জেরে তিস্তার জলস্তরও বেড়েছে।বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।