শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন পূর্ব চয়ন পাড়া এলাকা।এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে পড়েছে জল।সমস্যায় বাসিন্দারা।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে।যেকারনে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন পূর্ব চয়নপাড়া এলাকাও জলমগ্ন।এলাকার রাস্তায় জল জমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ভারী বৃষ্টি হলেই বাড়িতে জল ঢুকে যায়।রাস্তার জল বেড়িয়ে যাওয়ার জন্য সঠিক নিকাশিনালা নেই।যেকারনে রাস্তার মধ্যে জল জমে থাকে।বৃষ্টি বেশি হলে বাসিন্দাদের ঘরে ঢুকে যায় জল।এরফলে প্রচুর সমস্যা হয়।এলাকার পঞ্চায়েতকে বিষয়টি জানানো হলেও কোন লাভ হয়নি বলে অভিযোগ করেন বাসিন্দারা।
এদিন জলমগ্ন এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত।তিনি বলেন, বর্ষার আগে আমি এলাকায় কাজ করেছি।অন্য এলাকার জল এই এলাকায় আসছে।জল যাতে এলাকায় না জমে তার জন্য কাজ হচ্ছে বলে জানান তিনি।