রাজগঞ্জ, ২৮ জুনঃ জলমগ্ন সাহুডাঙ্গী আন্ডারপাস, সমস্যায় গাড়ি চালক থেকে সাধারণ মানুষ।
জানা গিয়েছে, গতকাল রাতে প্রবল বৃষ্টির ফলেই জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গী রেলওয়ে আন্ডারপাস।প্রায় এক হাটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে।সমস্যায় গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ।
এই বিষয়ে স্থানীয় ও গাড়ি চালকরা জানান, এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে।প্রতিবছর বর্ষার সময় জলমগ্ন হয়ে থাকে আন্ডার পাসটি।জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকার ফলে জল জমে যায়।এরফলে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা।বাচ্চাদের স্কুলে যেতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।প্রশাসনের কাছে অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা ঠিক করার দাবী জানিয়েছেন স্থানীয় ও গাড়ি চালকেরা।