শিলিগুড়ি, ২৭ জুনঃ কিছুক্ষণের বৃষ্টিতে জল থই থই শিলিগুড়ির অশোকনগর এলাকা।এবছরও জল কষ্টে ভুগতে হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যেক বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অশোকনগর এলাকা।নিচু এলাকা বলেই জল জমে, এমনটাই দাবি পুরনিগমের।সেকারণে এলাকার সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।তার কাজও দ্রুত গতিতে শুরুও হয়েছে।তবে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এবছরও জল কষ্টে ভুগতে হবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দুপুরেও কিছুক্ষণের মুষল ধারা বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়ে।